ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

এখন অ্যাপেল ওয়াচ দেবে উচ্চ রক্তচাপের সতর্কবার্তা

প্রতিবেদক
admin
২৫ অক্টোবর ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ::

অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীরা এখন থেকে উচ্চ রক্তচাপ সম্পর্কে নোটিফিকেশন পাবেন। ওয়াচ‌ওএস-২৬ এর অপারেটিং সিস্টেমে নতুনভাবে যোগ করা হয়েছে হাইপারটেনশন নোটিফিকেশন ফিচার। যা শুধুমাত্র নতুন মডেল নয়, কিছু পুরনো অ্যাপেল ওয়াচ মডেলেও ব্যবহার করা যাবে।

 

যদি আপনার হার্ট ডেটা দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের ধারা দেখায়, আপনার ঘড়ি তখনই সতর্কবার্তা দেবে।

 

এই ফিচারটি ওয়াচ‌ওএস-২৬ এর অ্যাপেল ওয়াচ সিরিজ ৯,১০,১১ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ ও ৩ এর মধ্যে কাজ করবে। এছাড়া আপনার কাছে থাকতে হবে আইফোন ১১ বা তার পরের কোন মডেল। যা আইওএস-২৬ সাপোর্ট করে।

 

উচ্চ রক্তচাপ সতর্কবার্তা পাবেন যেসব শর্তে

 

১. ঘড়িতে হাতের কব্জি শনাক্তকরণ সক্রিয় থাকতে হবে। এটি ঘড়িকে বুঝতে সাহায্য করে যে ব্যবহারকারী ঘড়ি পরেছেন কি না এবং সেই অনুযায়ী হার্ট রেট ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে।

 

২. ব্যবহারকারীর বয়স অবশ্যই ২২ বছর বা তার বেশি হতে হবে। কারণ কম বয়সীদের জন্য হার্ট এবং রক্তচাপের মান ভিন্ন এবং সতর্কবার্তা প্রযোজ্য নাও হতে পারে।

 

 

৩. গর্ভবতী ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহার উপযুক্ত নয়, কারণ গর্ভাবস্থায় রক্তচাপ স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়।

 

৪. এই ফিচারটি মূলত তাদের জন্য, যারা আগে কখনো উচ্চ রক্তচাপের রোগী হিসেবে বিবেচিত হননি। যদি আগেই উচ্চ রক্তচাপ নির্ণয় করা থাকে, তাহলে নতুন সতর্কবার্তা প্রয়োজন হয় না। শর্তগুলো পূরণ হলে অ্যাপেল ওয়াচ দীর্ঘ সময় ধরে রক্তচাপ পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সময়ে সতর্কবার্তা পাঠায়।

 

 

হাইপারটেনশন নোটিফিকেশন চালু করার ধাপ

 

১. ‘আইফোন হেলথ’ অ্যাপ খুলুন।

২. উপরের প্রান্তে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

৩. ফিচারসের মধ্যে ‘হেলথ চেক লিস্ট’ নির্বাচন করুন।

৪. হাইপার টেনশন নোটিফিকেশন ট্যাপ করুন।

৫. আপনার বয়স ও স্বাস্থ্য ইতিহাস নিশ্চিত করুন এবং কনটিনিউ চাপুন।

৬. পর্দার নির্দেশনা অনুযায়ী নোটিফিকেশন কাজ করার পদ্ধতি বোঝার জন্য এগিয়ে যান।

৭. ডান চাপলে সেটআপ সম্পন্ন হবে।

 

 

হাইপারটেনশন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে শুরু হয় না। অ্যাপেল ওয়াচ প্রথম ৩০ দিনের মধ্যে ব্যবহারকারীর হার্ট ডেটা সংগ্রহ করে। এই সময়কাল শেষে, অপটিক্যাল হার্ট সেন্সরের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য উচ্চ রক্তচাপ চিহ্নিত হলে সতর্কবার্তা দেয়।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

এবার রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে কঠোর ব্যবস্থা: সতর্কতা দূতাবাসের

অতিথি আপ্যায়নে চমক দিন ভাপা ডিমের কোরমা দিয়ে

চট্টগ্রামে গণসংযোগে এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, বিএনপিকর্মী নিহত

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান