
ঈশান ডেস্ক: পোর্ট সিকিউরিটি অ্যান্ড মেরিটাইম সিঙ্গেল উইন্ডো সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দুই ধাপে ২৮ জন অংশ নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ইনফরমেশন শেয়ারিং প্লাটফর্ম (ওরিস) ৩-৬ এবং ৯-১৩ মার্চ এ কর্মশালা পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বন্দরের শহীদ মো. ফজলুর রহসান মুন্সী অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।