
ক্রীড়া প্রতিবেদক ::
নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি।
বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। তিনি ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
দুবাইয়ে আইসিসির মিটিংয়ে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখান থেকে আমিনুল ইসলাম বুলবুল জাগো নিউজকে নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
সালাউদ্দিন আজ সকালে বিসিবিতে গিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো পদত্যাগপত্র জমা দিতে গেছেন। কিন্তু বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে জানা গেলো, সালাউদ্দিন সেটা আগেই জমা দিয়েছেন। আজ হয়তো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেছেন।
গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন। ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ।
এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন করে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।