
আশিকুর রহমান:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো শত বছরের ঐতিহ্যবাহী সংগঠন ধোরলা মুক্তি সংঘের উদ্যোগে মগেদ্বশ্বরী মাতৃমন্দিরের দুইদিন ব্যাপি ২৬তম বাৎসরিক মহোৎসব।পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুভাআরম্ভ হয়। মহোৎসবের প্রথম দিনের আয়োজন হিসিবে ধর্মসভা,আলোচনা সভা, আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্যাঅনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন ও জিএমআইটি গ্রুপের চেয়ারম্যান মো:কামরুল কায়েস চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মালাই ফুডসের চেয়ারম্যান আজিজুল হক আজিজ,রুবেল এন্টারপ্রাইজের চেয়ারম্যান রুবেল দাশ,কাজী ট্রেডার্স’র চেয়ারম্যান মো:আরিফুর রহমান,জে আর একাডেমির চেয়ারম্যান আব্দুল আলী মজুমদার রান্টু ও ফ্রান্স প্রবাসী পলাশ চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু বিমান চন্দ্র ঘোষ।উৎসবের এই দুই দিনের মহাআয়োজনের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গঙ্গাপুকুরপারে গঙ্গা মাতাকে আহ্বান জানিয়ে গঙ্গা আরতি।