ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে তোলপাড়

প্রতিবেদক
admin
২ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ করেসপন্ডেন্ট ::

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ব্যানারটি দেখার পরপরই বিশ্ববিদ্যালয়জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্ররাজনীতির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান।

 

রোববার (২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের প্রধান ফটকে এ ব্যানার টানানো হয়।

 

চাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবির নেতা ইব্রাহিম রনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইটি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। তারা ভুলে গেছে, এটি শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়।’

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আলাওল হলের গেটে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার সাঁটিয়েছে। রাতের আঁধারে এই কাজ করেছে তারা। প্রশাসনে থাকা কিছু সাবেক ছাত্রলীগার এতে সম্পৃক্ত থাকতে পারে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় কোনো অস্থিতিশীল পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’

 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান তানিম বলেন, ‘রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার টাঙানো অত্যন্ত উদ্বেগজনক ও পরিকল্পিত। এটি ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ নষ্টের অপচেষ্টা। দীর্ঘদিন ধরে প্রশাসনের ছত্রছায়ায় থাকা কিছু ছাত্রলীগার এখনো সক্রিয় রয়েছে। প্রশাসনের নীরবতা তাদের আরও বেপরোয়া করেছে।’

 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি বজায় রাখতে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা জরুরি।’

আরও পড়ুন

আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে কঠোর ব্যবস্থা: সতর্কতা দূতাবাসের

অতিথি আপ্যায়নে চমক দিন ভাপা ডিমের কোরমা দিয়ে

চট্টগ্রামে গণসংযোগে এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, বিএনপিকর্মী নিহত

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান

বিল বকেয়া থাকলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি : জ্বালানি উপদেষ্টা