ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. নারী ও শিশু

রুব্বাত রওজা গাইলেন কোরিয়ান ভাষায় মৌলিক গান

প্রতিবেদক
admin
২২ অক্টোবর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

 

নারী ও শিশু ডেস্ক  ::

কোরিয়ান ভাষায় মৌলিক গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের রুব্বাত রওজা। গানটি এরই মধ্যে ‘রুবেল’স টিউন বিডি’ (Rubel’s Tune BD) নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

 

‘ড্রিপ’ (Drip) শিরোনামের এ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল।

 

কোরিয়ান ভাষায় গান গাওয়া প্রসঙ্গে রুব্বাত রওজা বলে, ‘ইউটিউব থেকে আমি কোয়িরান ভাষা শিখেছি। কোরিয়ান ভাষার গান (K Pop) আমার ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে এ ভাষার গান গাওয়ার বিষয়টি আয়ত্ব করে ফেলেছি। আমার এই গানটি সবার ভালো লাগবে বলে আমি আশা করছি।’

 

নবম শ্রেণির শিক্ষার্থী রুব্বাত রওজা কোরিয়ান ভাষা ছাড়াও জাপানি, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, থাই, হিন্দিসহ ১০টি ভাষা রপ্ত করেছে। এসব ভাষায় রুব্বাত কথা বলতে ও গান গাইতে পারে।

 

কোরিয়ান ভাষায় রুব্বাত রওজার মৌলিক গানপ্রখ্যাত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দের কোলে শৈশবে রুব্বাত রওজা। ছবি: শিল্পীর সৌজন্যে

 

রুব্বাত রাজধানীর ভিকারুন্নিসা নূন গার্লস স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতী শাখার শিক্ষার্থী। তার বাবা সুরকার, কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের শব্দ প্রকৌশলী হওয়ার কারণে সব সময়ই বাসার স্টুডিওতে বিভিন্ন সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পীদের আসা যাওয়া ছিলো এবং একটি সংগীতময় পরিবেশ ছিলো। ফলে শৈশব থেকেই বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে শিশু-কিশোরদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগীত পরিবেশন করে রুব্বাত।

 

শৈশব থেকেই রুব্বাতের গানের প্রতি গভীর অনুরাগ। বাবার কাছেই তার প্রথম সংগীতের হাতেখড়ি হয় এবং এখন সে বাংলাদেশের বিখ্যাত গিটারিস্ট রিচার্ড কিশোরের কাছে (রিকিস গিটার) গিটার এবং গানের তালিম নিচ্ছে। বর্তমানে রুব্বাতের বাবা মো. শফিকুর রহমান রুবেল রুব্বাতের জন্য অন্যান্য ভাষায় গান তৈরি করে দেওয়ার কাজ করছেন বলে জানান। শিগগির ‘রুবেল’স টিউন বিডি’ ইউটিউব চ্যানেলে গানগুলো পাওয়া যাবে। গান গাওয়ার পাশাপাশি সে কয়েক বছর ধরে বিদেশি ভাষা শেখার প্রতি আকৃষ্ট। এভাবেই একে একে দশটি ভাষায় স্বতস্ফূর্তভাবে কথা বলতে ও গান গাইতে পারে।

 

বিভিন্ন ভাষায় রুব্বাতের এই গানগুলো কিভাবে তৈরি করা হচ্ছে? জানতে চাইলে রুব্বাতের বাবা জানান, প্রথমে তিনি রুব্বাতের গাওয়ার জন্য প্রযোজ্য একটি বাংলা গানের কথা লেখেন। এরপর সেটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে সুর ও সংগীতায়োজনের কাজ করে সেই মিউজিকের উপরে গানটি গেয়ে মিক্স মাস্টার করে তার একটি স্টুডিও ভার্সন ভিডিও তৈরি করে ইউটিউবে অবমুক্ত করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে গণসংযোগে এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, বিএনপিকর্মী নিহত

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান

বিল বকেয়া থাকলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি : জ্বালানি উপদেষ্টা

ডায়াবেটিস রোগীর সকালের রুটিন কেমন হওয়া উচিত

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থীরা, ৫ আসনে পুরনো মুখ

গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বাংলাদেশ-ভারত বিশেষ নজরে