ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থীরা, ৫ আসনে পুরনো মুখ

প্রতিবেদক
admin
৪ নভেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ৬টি আসন এখনো খালি রাখা হয়েছে। চট্টগ্রামে ঘোষিত ১০ জন প্রার্থীর মধ্যে পাঁচ আসনে নতুন মুখ, আর পাঁচটিতে টিকিট পেয়েছেন পুরোনোরাই।

 

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

ঘোষণা অনুযায়ী, ঘোষিত দশটি আসনের মধ্যে পাঁচটিতে এসেছে নতুন মুখ। এর মধ্যে নতুন মুখ হিসেবে— চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

 

অন্যদিকে, আগের মতোই মনোনয়ন পেয়েছেন— চট্টগ্রাম-১ (মীরসরাই): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।

 

এদিকে, চট্টগ্রামে দলীয় সূত্রে জানা গেছে—মাঠপর্যায়ের সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

 

নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে। মাঠপর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও দ্রুত শুরু হবে।

 

বিএনপির মনোনয়ন পাওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেন, আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে মনোনয়ন দেওয়ার কারণেই ফটিকছড়ি তৃণমূল বিএনপি বিজয়ী হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিএনপির ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যারা মনোনয়ন পাননি—তাদের ঘরে বা বাসায় গিয়ে কোলাকুলি করে নির্বাচনী প্রচারণা শুরু করব।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম থেকে যারা মনোনয়ন পেয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে যারা মনোনয়ন পাননি, তাদের বাড়ি বা বাসায় গিয়ে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কোলাকুলি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সকল বিভক্তি ও বিভেদ ভুলে গিয়ে সকল গ্রুপকে এক হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানাই। যারা দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যারা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় স্বার্থে সবাইকে ব্যক্তিগত অভিমান ভুলে একত্রে কাজ করতে হবে।

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নগরের দুটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দল যাদের যোগ্য মনে করেছে, তাদের মনোনয়ন দিয়েছে। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষেই আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপি কাজ করবে। এখানে কোনো ধরনের বিভক্তি বা বিভাজন নেই। আমরা ঐক্যবদ্ধ চট্টগ্রাম মহানগর বিএনপি, সকলকে সঙ্গে নিয়ে কাজ করব।

 

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদ বলেন, যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একইসঙ্গে তাদের নেতাকর্মী ও জনগণের জন্য কাজ করার আহ্বান জানাই। নেতাকর্মী ও জনগণের সম্মান ও মূল্যায়ন করলে নেতাকর্মী ও জনগণও তাদের মূল্যায়ন করবেন। আমি যুব নেতা হিসেবে, যুবদলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করব।

আরও পড়ুন

চট্টগ্রামে গণসংযোগে এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, বিএনপিকর্মী নিহত

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

মামদানির জয়, প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্ক

অনলাইনে জুয়া খেললেই গতি কমবে ইন্টারনেটের, বন্ধ হবে বিকাশ

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান

বিল বকেয়া থাকলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি : জ্বালানি উপদেষ্টা

ডায়াবেটিস রোগীর সকালের রুটিন কেমন হওয়া উচিত

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থীরা, ৫ আসনে পুরনো মুখ

গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বাংলাদেশ-ভারত বিশেষ নজরে